প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

২০০০ সালে ১লা জানুয়ারী দাতা সদস্য বিশিষ্ট শিল্পপতি, ও শিক্ষানুরাগী দানবীর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মহোদয়ের নরুন্দি রেলওয়ে সংলগ্ন সবুজ বিথী নামীয় বাসভবনে নরুন্দিতে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার বিষয়ে মাননীয় সংসদ সদস্য তহুরা আলী সম্মানীত উপস্থিতির মধ্যে প্রস্থাব করিলে বিশিষ্ট সমাজসেবক ডাঃ আফছর উদ্দিন ও জিন্নতন নেছা নাম সংযোগ করে জিন্নতন আফছর মহিলা কলেজ প্রতিষ্ঠার সর্বময় উদ্যোগ গ্রহন করেন। মাননীয় সংসদ সদস্য প্রতিষ্ঠাতা ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মহোদয় একক দাতা হিসেবে কলেজ প্রতিষ্ঠার জমি দান হতে যাবতীয় ব্যয় ভার বহনের মহান ইচ্ছা পোষন করেন। যার ফলশ্রুতিতে কলেজটি ২০০১ খ্রিষ্টাব্দে পাঠদান, ২০০৫ খ্রিষ্টাব্দে একাডেমিক স্বীকৃতি ও ২০১০ খ্রিষ্টাব্দে এমপিও ভুক্ত হয়। ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) কোর্স অধিভুক্তি লাভ করে । কলেজটির ফলাফল বিগত ৪ বছরের শতভাগ পাশ সহ উল্লেখযোগ্য সংখক পেয়ে A +উত্তীর্ণ হয়। কলেজটি নারী শিক্ষার একটি আদর্শিক প্রতিষ্ঠান।

অধ্যক্ষের বাণী

image-not-found

সময়ের চাহিদার প্রেক্ষিতে জামালপুর জেলার সদর উপজেলায় নরুন্দি ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের প্রায় ১ কিলোমিটার দক্ষিণে হিন্দু পাড়ায় নারী শিক্ষা অগ্রায়নের মানসে ২০০০ সালে প্রতিষ্ঠা করা হয় জিন্নতন আফছর মহিলা কলেজ। নেপোলিয়ানের কথায় সুর ধরেই বলতে চাই , “আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি সভ্য জাতি উপহার দেব। এই প্রত্যন্ত অঞ্চলের তরুণীর আদর্শিক শিক্ষা দানই আমাদের লক্ষ। সবোপরি আদর্শিক শিক্ষায় শিক্ষিত হয়ে যেন বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সহযোগি হতে পারে । প্রাণপ্রিয় কলেজটির উত্তোরোত্তর উন্নতি কামনা করছি।

সভাপতির বাণী

image-not-found

অবহেলিত জনপথে নারী শিক্ষার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করনের নিমিত্তে নরুন্দি, তুলশীচর ও ইটাইল ইউনিয়নের সার্বিক উদ্যোগে জিন্নতন আফছর মহিলা কলেজটি ২০০০ সালে প্রতিষ্ঠা করা হয়। যার মূল মন্ত্র ছিল নারী শিক্ষা জাতি গঠনের হাতিয়ার। এই প্রত্যন্ত অঞ্চলে তরুণীদের উচ্চ শিক্ষার ‍সুযোগ তৈরী করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের সহযোগিতা করে তোলায় আমাদের মূল লক্ষ। আমাদের কাঙ্খিত লক্ষ অর্জনে এই সুযোগ সৃষ্টি করতে পেরে দেশ মাতৃকার কিঞ্চিত কর্ম সম্পাদন সহযোগি হয়ে নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ যেন প্রতিষ্ঠানটির উত্তোরোত্তর উন্নতি দানে সহায় হন।